|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২১
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৬ মার্চ, ২০২১ শুক্রবার সকাল ১০ টায় দিনাজপুর ঘাসিপাড়াস্হ এফপিএবি'র হলরুমে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহান (নভেল) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-দিনাজপুর জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মুখপাত্র মো. মনিরুজ্জামান জুয়েল, জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মো. তৈয়ব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগ-দিনাজপুর জেলা শাখার সভাপতি রাশেদ পারভেজ, এফপিএবি'র জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান বাবু, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মোবারক হোসেন গিটার ও জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী পরাগ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মাসুদ হোসেন, রাফিদ, কিরণ রিনা ও জয়ন্ত ঘোষ প্রমূখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অনুষ্ঠানের শুরুতে মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কেক কাটা হয়।
সাংবাদিক ডোফুরাঃ
০১৭৪০ ৮১৯২০৮
০১৯৭০ ৮১৯২০৮
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.