|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কিশোরগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২১
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ও উপজেলার পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জগণ জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেন। জেলা-উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া শিপু। এসময় সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ জামাল উদ্দিন,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মোঃ জুনায়েদ আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনামুল হক খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার জেড এ সাহাদাৎ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার এন এম বদরুজ্জামান তালুকদার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক, সহকারী পল্লী উন্নয়ন অফিসার নুরুল আলামিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.