|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে গণহত্যা দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ মার্চ, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রশাসনিক ভবন সম্মে লন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক, উপজেলা প্রকৌশলী আল-আমীন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিছুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো. আলী সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার মাজহারুল হক ফকির, সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।
বক্তারা ১৯৭১ এর ভয়াল হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বলেন পাকিস্তানি বাহিনী র নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববাসী হতবাক হয়েছিল। এ হত্যাকাণ্ড দুঃখজনক বাঙালি জাতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। জাতির জনকের অসমাপ্ত কাজ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এখন সম্মানজনক অবস্থায় পৌচেছে। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন অরবিন্দ পাল অখিল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.