সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এফ.এম আজিজুল হক মানিক বুধবার (২৪ মার্চ) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যলয়ে তার বিরুদ্ধে আনিত মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে ফেনী পৌর শহরে একটি রেস্টুরেন্টে রেহানা আক্তার সুমী নামক এক মহিলা মানিক চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অনৈতিক কর্মকান্ডের অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলন করে ছিল। সুমির আনিত অভিযোগ মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র ও ভিত্তিহীন বলে সুদৃঢ় ভাবে স্পষ্ট ভাষায় সাংবাদিকদের জানিয়ে দেন চেয়ারম্যান মানিক।
সাংবাদিক সম্মেলনে ঐ মহিলার বিষয়ে চেয়ারম্যান জানান, গত ২/৩ বছর পূর্বে তাঁর স্বামী তাকে তালাক দিয়ে দেনমোহর আদায়ের জন্য ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন। অভিযোগে উপর ভিত্তি করে দেনমোহর আদায় করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে কুচক্রী মহলের সাথে আঁতাত করে ঐ মহিলা বিভিন্ন সময় আমার (মানিক চেয়ারম্যান) নামে অপপ্রচার ও ষড়যন্ত্র মুলক কুৎসা রটনা করে বেড়াচ্ছেন।
সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আমার (মানিক চেয়ারম্যান) জনপ্রিয়তায় ভয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ঐ মহিলাকে দিয়ে এমন অপপ্রচার চালাচ্ছে বলে মনে করেন মানিক।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম, উপ-প্রচার সম্পাদক মোঃ মোস্তফা জানু, ইউপি সদস্য মাহবুবুল হক সাব, এমদাদ হোসেন রিংকু, জিয়া উদ্দিন শিমুল, ইদ্রিস মিলন, সরোয়ার মাহমুদ শামীম, সলিম উল্যাহ্ শামীম, জুলকাইন শিপন, গোলাম রব্বানী, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কোহিনূর বেগম, মনোয়ারা বেগম, সাদিয়া আক্তার সুমি, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক, সহকারী কমান্ডার জেবর হোসেন, মুক্তিযোদ্ধা মীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তানভির হোসেন সহ ইউনিয়ন আ'লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।