|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিশ্ব কবিতা দিবসে আমার ক্ষুদ্র প্রয়াস-অবিনশ্বর কবিতা ___________//পাপিয়া আক্তার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ মার্চ, ২০২১
আকাশে বাতাসে ভেসে আসছে
কোকিলের কুহুকুহু সুর ধ্বনি
ধরিত্রী তে হয়েছে মাতোয়ারা
আজ ঋতুরাজ বসন্তের আগমনী।
বসন্তের আলিঙ্গন প্রেম স্রোতে
কবিতাকে চাই শীতল সমীরণে
মুক্ত আকাশ চার দেয়ালের ফাঁকে
কবিতা হাসে মুক্তির গানে গানে।
কবিতা আমার মুক্তির স্লোগান
জাগে প্রতিবাদ প্রতিটি শব্দমালায়
কবিতার মাঝে করি কষ্ট নিবারন
গভীর ক্ষত আঁকি মর্মপীড়ায়।
বসন্তের এই মিষ্টি মধুর শোভায়
কবিতায় ফুটেছে শব্দ রাশিরাশি
পলাশ শিমুল পুষ্পরাজি সাজে
কবিতা প্রাণে বাজায় বাঁশি।
স্নিগ্ধ বাতাসে মোর উতলা মন
প্রেম কাব্য লেখে মধুকালে
কবিতার সৌন্দর্য ছন্দে -ছন্দে
নব্য গজানো পত্র পল্লবের ডালে।
কবিতা আমার অন্তিম শয্যা সঙ্গী
বাসন্তী কলেবরের কামিনী ঘ্রাণ
প্রাণবন্ত হয়ে উঠে শব্দ চাষী
প্রাণান্তকর এক যাযাবর প্রাণ।
কোমল পরশে প্রকৃতির বুকে
গাছে গাছে ধরেছে নতুন কুড়ি
কবিতায় হাসি কবিতায় কাঁদি
নিত্য কবিতায় বাঁচি মরি।
কবিতায় চিনেছি রবীন্দ্র ঠাকুর
ধরায় অবিনশ্বর তুমি বিশ্বকবি
কবিতাই আমার প্রাণের নজরুল
স্বীকৃত বিদ্রোহী শ্রেষ্ট কবি।
কবিতা বাঁচুক হৃদয়ে সুখে দুঃখে
থাকুক মোর নিকোনো উঠোন ঘরে
কবিতা ভাসুক অঞ্জন মায়ায়
আমার গোপন নিদ্রা স্বয়ম্বরে।
সেয়ার করুন/
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.