|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সুনামগঞ্জের হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় চাঁদপুর সহ সারাদেশ মানববন্ধন পথ প্রতিবাদ -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২১
চাঁদপুরে মানববন্ধন, সুনামগঞ্জ সাল্লায় হিন্দদের বাড়ি ঘর হামলা ভাংছুরের প্রতিবাদে হিন্দু ঐক্য পরিশোদ এবং পুজা উজ্জাপন কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা শেষে, ভিক্ষুব মিছিল হয়, প্রতিবাদ সভাটি চাঁদপুর অঙ্গিকারের সামনে করা হয়।
কিন্তু দুংখের বিষয় এই দেশে সংখ্যা লঘুদের অত্যাচারের সঠিক বিচার হয় না বলে, দিন দিন সংখ্যা লঘু নির্যাতন হচ্ছে।
দেববাণী সংঘের মানববন্ধন কর্মসূচি তে বলা হয়েছে আমরা সুনির্দিষ্ট বিচার চাই। আমরা এই হামলা চাইনা আমাদের মতামত প্রকাশ করার অধিকার আছে।
আমরাও এইদেশ স্বাধীন করেছি শেখ মুজিবুর রহমানের ডাকে তাহলে যে কোন সময়ে হিন্দুরা কোন হামলার শিকার হব।
এ-সময় চাঁদপুর জেলা হিন্দু সম্প্রদায়ের নেতারা দৈনিক বাংলার অধিকার কে জানান আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কখনও কোন ধর্মকে ছোট করে দেখিনি, সুনামগঞ্জের হামলার ঘটনা ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
বাংলাদেশের সংখ্যালগুদের উপর যে সকল ঘটনা ঘটেছে সম্পূর্ণ ঘটনা গুলো সুস্পষ্ট তদন্ত করে দোষীব্যক্তিদের আটক করা হোক।
চাঁদপুরে দেববানীর সংঘ সহ বেশকিছু হিন্দু সংগঠন এসময় উপস্থিত ছিলেন, এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশাস করি, আমরা পুলিশ প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর উপর শ্রদ্ধাশীল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.