|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাধারণ মানুষের মাঝে নেছারাবাদে পুলিশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২১
মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নেছারাবাদ থানা পুলিশের উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২১ মার্চ) নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে কুরিয়ানা বাজার জনসম্মুখে মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ওসি আবির মোহাম্মদ হোসাইন । এছাড়াও নেছারাবাদের বিভিন্ন থানা পুলিশের একযোগে চলবে মাস্ক ও লিফলেট বিতরণ।
ইজিবাইক চালক, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসাইন বলেন, আবারও করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসাইন এসআই দেলোয়ার হোসেন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.