|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মানবপাচার মামলায় হাজীগঞ্জের ১জন আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ মার্চ, ২০২১
হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের উচ্চাঙ্গা গ্রামের হারাধন চন্দ্র হারুকে মানবপাচার মামলায় গ্রেপ্তার করেছে সিআইডি।
ছবি সংগ্রহ :হারাধন চন্দ্র হারু
রমনা থানা সূত্রে জানা গেছে, হারাধন চন্দ্র হারুকে ঢাকা শহরের মালিবাগ এলাকা থেকে সিআইডি গ্রেপ্তার করে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তথ্য
অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম।
গত ১৫-৩-২০২১ তারিখে এ ব্যাপারে রমনা থানায় একটি মামলা করা হয় যার নাম্বার ১০/৫৯/৬৯। মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুম।
পুলিশ সূত্রে জানা গেছে, এই হারাধন চন্দ্র হারুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তার মধ্যে প্রত্যারনার মামলা অন্যতম।
রমনা থানা পুলিশ এক বিবৃতিতে জানান ,যে হারাধন চন্দ্র হারুর বিরুদ্ধে যদি কোন অভিযোগ বা লেনদেনর বিষয় থাকে রমনা থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। মামলা গুলো তদন্ত করে দেখা হব।
উচ্চঁঙ্গা গ্রামে যোগাযোগ করা হলে কয়েক ব্যাওি দৈনিক বাংলার অধিকার কে জানান- হারাধন চন্দ্র হারু সম্প্রতি উচ্চঙ্গা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, তিনি কিছু দিন আগে সন্ত্রাসী বাহিনী নিয়ে নিরীহ এক পরিবারের উপর সন্ত্রাসী হামলা সহ মারধরের ঘটনা ঘটিয়েছ। আমরা শুনেছি সে ঢাকায় আটক রয়েছে।
হারাধনের বিরুদ্ধে বিগত বছর ধরে হাজীগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।
ইতালীসহ বিভিন্ন দেশে লোক নিবে বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।এ বিষয়ে মামলার কারার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী অনেকেই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.