|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাংবাদিক এবি সিদ্দিক খসরুর মাদার তেরেসা গোল্ডেন পদক গ্রহন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২১
ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক ও নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি,সিদ্দিক খসরু মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদ প্রাপ্ত হয়েছেন।
মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদ গ্রহণের জন্য সোমবার বিকাল চার ঘটিকায় মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে উপস্থিত হয়ে তিনি তার পদক সংগ্রহ করেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, সাহারা টেলিভিশনের প্রতিনিধি এইচ এম সাইফুল্লাহ, সিএনএন বাংলা টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম মোড়ল।
গ্রামীণ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখা ও সাংগঠনিক দক্ষতায় তাকে “মাদার তেরেসা” পদকে ভূষিত করেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল। পদক প্রাপ্ত সাংবাদিক এবি সিদ্দিক খসরু। সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ১৪ দলীয় কেন্দ্রীয় নেতা সাদেক সিদ্দিকী। বাংলাদেশ আওয়ামিলীগের পাবনা জেলা উপদেষ্টা আ স ম আঃ রহিম খোকন। নূর সিরামিক ইন্ড্রাটিজ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুল সহ আরো অনেকেই।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.