|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের লৌহজংয়ের ফারুক ইকবাল মৃধা ফাউন্ডেশন এর উদ্যোগে মুজিব শতবার্ষিকী পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ মার্চ, ২০২১
মুন্সীগঞ্জের লৌহজং এর বেজগাঁও ইউনিয়ন এ ফারুক ইকবাল মৃধা ফাউন্ডেশন এর উদ্যোগে জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জম্ম শতবার্ষিকী উদযাপন করা হয়।বুধবার বিকেলে ফারুক ইকবাল মৃধা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ফারুক ইকবাল এর সভাপতিত্বে এ অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন উপজেলা পরিষদের ইমাম মাওলানা আবদুল গফ্ফার কাসেমী,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস-চেয়াম্যান তোফাজ্জল হোসেন তপন।
লৌহজং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আঃরশিদ,লৌহজং উপজেলাসেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি খোরশেদ আলম বেপারী, বীরমুক্তিযোদ্ধা আওলাদ হোসেন,বেজগাঁও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহজাহান ঢালী,সাধারণ সম্পাদক অপু হাওলাদার, ১,২,৩ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শারমিন আক্তার,৩নং ওয়ার্ড আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক রাসেল মৃধা,১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুজন হাওলাদার, ৭নং ওয়ার্ড যুবলীগ এর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন নুসরাত জাহান।
এই সময়ে সকল বক্তরা মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির প্রতি দাবি করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে যেন ফারুক ইকবাল মৃধা কে মনোনয়ন দেওয়া হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.