|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে সেমিনার – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২১
দিনাজপুরের বিরামপুরে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২১ এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
উপজেলা প্রশাসন, বিরামপুর, দিনাজপুর আয়োজিত সেমিনারে বিশ্ব ভোক্তা অধিকার সুচারু করতে ভেজাল, পরিবেশ দুষণের কবল থেকে ভোক্তাসাধারণকে সুরক্ষা দিতে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে বক্তব্য রাখেন,বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, থানা ওসি ( তদন্ত) মতিয়ার রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/ শিক্ষক মন্ডলী, রাজনৈতিক নেতাকর্মি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।.
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.