|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র ভার্চুয়াল বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করবে ২৫ শে মার্চ “বাঙালি জেনোসাইড (গণহত্যা) দিবস-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২১
বাংলাদেশে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক শুরু হওয়া নির্মম জেনোসাইডে (গণহত্যা) নিহতদের স্মরণ ও বাঙ্গালী জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জনমত গঠনের লক্ষে ২৫শে মার্চ বৃহস্প্রতবার জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র ভার্চুয়ালে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
কর্মসূচীঃ
১) রাএ ৮টায় জেনোসাইডে নিহতদের স্বরণ ও শ্রদ্ধা নিবেদন।
২) রাএ সাড়ে ৮টায় রাষ্ট্রীনায়কদের বানীপাঠ।
৩) রাএ ৯টায় সেমিনার ও আলোচনা।
৪) নিহতদের স্বরণে দেশাক্তবোধক গান ও কবিতা আবৃওি।
ভার্চুয়াল অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এবং নিউইয়কস্থ কনস্যাল জেনারেল অথবা তাদের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করবেন।
ঐতিহাসিক দিবসে নিহতদের স্বরণের এই ভার্চুয়াল কর্মসূচীতে সবাইকে অংশগ্রহন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি
ডঃ প্রদীপ রঞ্জন কর ও সাধারন সম্পাদক
মঞ্জুর চৌধূরী ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.