|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলা চ্যাম্পিয়ন শার্শার উদ্ভাবক মিজান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২১
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর জেলা পর্যায়ের প্রতিযোগীতায় বিশেষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন শার্শার ছেলে দেশ সেরা উদ্ভাবক খ্যাত মিজানুর রহমান মিজান ।
সোমবার (১৫ মার্চ) বিকালে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দুই দিনব্যাপী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সমাপনি অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন হন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন কিছু প্রাইজবন্ড ও সনদপত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
যশোরের সুযোগ্য জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. ইকবাল কবীর জাহিদ,সরকারি এম.এম. কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল মজিদ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.মো: মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.