|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ মুদি দোকানকে জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২১
ফেনীর ছাগলনাইয়া জমদ্দার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ মুদি দোকাদেরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ মার্চ) দুপুর ১২ টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ৩৮ ধারায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করে।
ওই ৭ মুদি দোকানদেরকে দ্রব্যমূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ছাগলনাইয়া থানার এসআই মোঃ গিয়াস উদ্দিন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম দৈনিক বাংলার অধিকারকে জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও আমাদের নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে আজ জাতীয় ভোক্তা অধিকার দিবস এবং সামনে মাহে রমজান মাস। তাই এই ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করি।দোকানিদেরকে ও অন্যন্য ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য তালিকা পরিবেশনের জন্য লিফলেট বিতরণ করা হয়। এ অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.