|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২১
বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত "মুজিববর্ষের শপথ করি, প্লাষ্টিক দূষন রোধ করি" এই প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী'র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম'র উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা ক্যাব'র সাধারণ সম্পাদক আবদুল হাই ভুঁইয়া, যুগ্ম সম্পাদক ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, সাংবাদিক নুরুজ্জামান সুমন, উপজেলা ক্যাব'র সদস্য রবিউল হক রবি, সাংবাদিক শাহ আলম,(
যতীন্দ্র সূত্রধর সহকারী সম্পাদক দৈনিক বাংলার অধিকার) কাজী নুরুল আলম নিলু, এম. দেলোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, মিলন খন্দকার,সাংবাদিক সেপাল নাথ( দৈনিক বাংলার অধিকার) , উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, ব্যবসায়ী প্রতিনিধিগন সহ সুশীল সমাজ।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা অনুযায়ী ভোক্তা অধিকার আদায়ের প্রতিষ্ঠা লক্ষে কাজ করার আহবান জানান বক্তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.