|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁও পৌরসভায় নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২১
ঠাকুরগাঁও পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলারবৃন্দ দায়িত্ব গ্রহন করেছেন। রোববার পৌরসভার সম্মেলন কক্ষে দায়িত্বভার গ্রহন ও অর্পন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন ফুলের তোরা দিয়ে নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বন্যাকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার অর্পন করেন। একই সাথে নব নির্বাচিত কাউন্সিলরগণকেও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বক্তব্য দেন, বিদায়ী মেয়র মির্জা ফয়সল আমিন, নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌরসভার সচিব রাশেদুর রহমান, প্রকৌশলী বেলাল হোসেনসহ ১২টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলগণ।
পরে নব নির্বাচিত পৌর মেয়র বিদায়ী মেয়রকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা দিয়ে বিদায় জানান নবনির্বাচিত মেয়র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঠাকুরগাঁও পৌরসভাকে সামনে এগিয়ে নিতে একজনের উপর দায়িত্ব দিয়ে পিছিয়ে থাকলে চলবেনা। সবার সহযোগিতায় আধুনিক পৌরসভায় রুপান্তর করতে সকলকে এগিয়ে আসা এবং নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সজাগ থাকতে আহবান জানান।
পরে পৌরসভা চত্ত্বরে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। সেখানে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগন তাকে অভিনন্দন জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.