|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে বঙ্গবন্ধু মহিলা ভলিবলে দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২১
কুড়িগ্রামে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে ৭টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পরার মত। দলগুলোর মধ্যে বড় ধরণের ভারসাম্য থাকায় বিজিত দলগুলো সেভাবে প্রতিরোধ করতে না পারায় কিছু খেলায় একতরফা ফলাফল হচ্ছে। ফলে সেমিফাইনাল খেলার দিকে নজর বাড়ছে দর্শকদের।
প্রতিযোগিতায় রবিবারের খেলায় কুমিল্লা মহিলা জেলা দল বাগেরহাট মহিলা জেলা দলকে সরাসরি ৩-০ সেটে, কুষ্টিয়া মহিলা জেলা দল রাঙ্গামাটি জেলা দলকে ৩-১ সেটে, রাজশাহী মহিলা জেলা দল সাতক্ষীরা মহিলা জেলা দলকে ৩-০ সেটে, ঝিনাইদহ মহিলা জেলা দল স্বাগতিক কুড়িগ্রাম জেলা দলকে ৩-১ সেটে, খুলনা মহিলা জেলা দল কুষ্টিয়া মহিলা জেলা দলকে ৩-০ সেটে, পাবনা মহিলা জেলা দল বাগেরহাট মহিলা জেলা দলকে ৩-০ সেটে এবং রাজবাড়ী মহিলা জেলা দল ঝিনাইদহ মহিলা জেলা দলকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে।
আগামীকাল সোমবার সকাল সাড়ে ৭টায় পাবনা মহিলা জেলা দল ও কুমিল্লা মহিলা জেলা দলের বিরুদ্ধে খেলবে। এছাড়াও বিকেলে ২টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.