|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুমিল্লা-সিলেট মহাসড়ক দুর্ঘটনায় আহত ১০; নিহতের অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২১
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার এলাকায় ভোররাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তিশা বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে ড্রাইভার সহ অন্তত ১০জন গুরুতর আহত হয়। গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দেবিদ্বার পৌর এলাকা বারেরা স্টেশনের ১০০গজ পূর্বদিকে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে দেবিদ্বার ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে পাঠানো হয়েছে। বিষয়টি মুরাদনগর ফায়ার সার্ভিসের ফাইটারম্যান মোঃ মাইনুদ্দিন দৈনিক বাংলার অধিকার”কে জানান- ভোররাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের চালক সহ ১০/১৫জন গুরুতর আহত হলেও নিহতের সংখ্যা এখন ও জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় বাসের দরজাটি খোলা সম্ভব হয়নি। তবে বাসের জানালা ভেঙ্গে বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে কিন্তু মৃত্যুর বিষয় গুলো আমরা অবগত না।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.