সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসা দুষ্টুমির শাস্তি হিসেবে আবদুল আল নোমান নামে ৪ বছরের এক ছাত্রকে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, শনিবার (১৩ মার্চ) দুপুরে শুভপুর ইনিয়নস্থ ৬নং ওয়ার্ড চম্পকনগর ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসা এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় দুপুরে শিশুটির চাচা ও দাদা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।
জানাযায়, নির্যাতিত শিশুটি ওই এলাকার মজুমদার বাড়ির সৌদি প্রবাসী রবিউল হক'র ছেলে। অভিযুক্ত উক্ত মাদ্রাসার শিক্ষক ও চম্পকনগর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম ছিদ্দিকি।
এইদিকে শিশুটির দাদা ছেরাজুল হক জানান, এমন বর্বরতা আমাদের সমাজে এই প্রথম দেখেছি। দ্বীনি শিক্ষার জন্য আমার ৪ বছরের নাতিকে মাদ্রাসায় পড়তে দিয়েছি। শিশুরা দুষ্টুমি করতেই পারে তাই বলে এই ভাবে হুজুর বেত্রাঘাত করবে ভাবতে পারিনি। আমি এই নির্যাতনের সুষ্ঠ বিচার চাই। মাদ্রাসার কমিটি এর বিচার করবে বলে আশ্বাস দিয়েছে। না হলে ছাগলনাইয়া থানা হাজির হয়ে মামলা করব হুজুরের বিরুদ্ধে।
চাচা মোঃ ইলিয়াছ হোসেন জানান, আমার ৪ বছরের ভাতিজাকে কেন নির্দয়ভাবে মারল বুঝে উঠতে পারছিনা। এই দিকে শিশুটির মা কান্নায় বার বার ভেঙ্গে পড়ছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এলাকাবাসি জানান, হুজুরকে দেখতে ভালই মনে করেছি হঠাৎ কেন এইভাবে শিশুটির উপর ক্ষিপ্ত হল জানিনা। এলাকাবাসি আরো জানান, হুজুর নিজে গিয়ে নির্যাতিত শিশুটির পরিবারে কাছে গিয়ে ক্ষমা চেয়েছে। তবুও আমরা মনে করি শিশু নির্যাতনে হুজুরের বিচার হওয়া দরকার যাতে ভবিষতে আর কোন শিশু নির্যাতন না হয়।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম ছিদ্দিকি, মাদ্রাসার সুপার রেজাউল করিম ও মাদ্রাসার সভাপতি আবুল বশর (মেম্বার) এর সাথে বার বার ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও কোন রিসিভ করেনাই।