|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে সাড়ে পাঁচ কেজি ওজনের পাথরের মূর্তি উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ মার্চ, ২০২১
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর মহেশপুর গ্রামের ‘জে এম কে’ ব্রিক্স ইটভাটার জমানো মাটির ঢিবি থেকে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি ভাঙ্গা পাথরের মূর্তি উদ্ধার করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) বিকালে সাড়ে ৫ কেজি ওজনের এ পাথরের মূর্তিটির সন্ধান পাওয়া যায়।
এবিষয়ে রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ এস.এম জাহিদ ইকবাল জানান, উপজেলার বাজে বাকসা গ্রামে উটকল দিয়ে একটি পুকুর খননের কাজ করা হয়। খননের মাটি 'জে এম কে' ইটভাটা ক্রয় করে নেয়। সেই মাটি ইটভাটায় নিয়ে যাওয়া হয়। ভাটার সেই জমানো মাটির ঢিবি খুঁড়তেই ভাটা শ্রমিকরা এ মূর্তিটি দেখতে পায়। পরে খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। তবে এটি কষ্টি পাথরের মূর্তি কি না সেটা পরীক্ষা করা ছাড়া বলা যাচ্ছে না।
পরে মূর্তিটি উদ্ধার করে রাণীশংকৈলের ইউএনও ও সহকারী কমিশনারের কাছে হস্তান্তর করা হয়।
রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা সাড়ে পাঁচ কেজি ওজনের খোদায় করা একটি পাথর বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছে বলে জানান, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আমল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.