|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বেনাপোলে ১০ পিস সোনার বার সহ পাচারকারী আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২১
যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ১০ পিস সোনার বার সহ আব্দুল ওহাব (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বিকালে তাকে আটক করে চেকপোস্ট থাকা বিজিবি সদস্যরা। আটক আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নিয়ে ভারতে উদ্দেশ্যে নাভারন বাজার থেকে ইজিবাইকে করে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা টহল জোরদার করে। পরে, সন্দেহজনকভাবে এক ইজিবাইকে অভিযান চালানো হয়। এবং ওই ইজিবাইকে থাকা আব্দুল ওহাবকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে ১০ পিস সোনার বার (এক কেজি ১'শ ৬৩ গ্রাম ওজনের) পাওয়া যায়। যার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পাচারকারীর নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.