|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে মাহিন্দ্রা ট্র্যাক্ট উন্নিতর মেলা ও ফ্রী মেগা সার্ভিসিং ক্যাম্প অনুষ্টিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২১
প্রযুক্তির সাথে উন্নতির পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে পলিপ্রয়াগপুর (টাটকপুর) মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে (১০মার্চ) বুধবার বেলা ১২টায় রাংকন মাহিন্দ্রা ট্র্যাক্ট বিরামপুর মাহিন্দ্রা ট্র্যাক্ট-এর বিস্তৃতি পরিসর লক্ষে মাহিন্দ্রা উন্নিতর মেলা ও ফ্রী মেগা সার্ভিসিং ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-যুগ্ন-সাধারন সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ইন্ডিয়ান বক্স মাহিন্দ্র এন্ড মাহিন্দ্রা কান্টি হেড বাংলাদেশ মি.সৌরভ বিশ্বাস ,কান্টি ম্যানেজার বাংলাদেশ মি. রবিন্দ্র গুপ্ত, কান্টি ম্যানেজার সার্ভিস মি.আসিফ মোহাম্মাদ, হেড অফ সেলস রাংকন কাজী পিকুল, মাহিন্দ্রা ট্র্যাক্ট কাস্টমার এহসানুল হক প্রমুখ।
এছাড়াও সুধীজন, উপজেলার মহিন্দ্র ও মাহিন্দ্রা ট্র্যাক্টের মালিকগন,ভ্রাইভারগণ, শ্রমিকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ফ্রী মেগা হেলথ চেক-আপসহ খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.