|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে নিখোঁজের দুইদিন পর ফরিদের লাশ হাসপাতালের মর্গে- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২১
ময়মনসিংহ নান্দাইল উপজেলার মোঃ ফরিদ মিয়া (৪০) গত সোমবার থেকে নিখোঁজ হওয়ার পর থেকে খোঁজে মিলছিলো না। অবশেষে নিখোঁজের দুইদিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে লাশের সন্ধান মিলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদ মিয়ার চাচাত ভাই উবায়েদুল খান। তবে কে বা কারা ফরিদ মিয়াকে খুন করেছে এ বিষয়ে এখনো কোন তথ্য জানেন না বলেও তিনি জানান।
জানাযায়, গত সোমবার (৮মার্চ) সকাল গাজীপুর থেকে নিজ বাড়ি আসার পথে রওনা হওয়ার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার সাথে মেবাইল ফেনটিও বন্ধ। তার সাথে কোনরূপ যোগাযোগ করা যাচ্ছে না। বাড়ি আসার পথে ফরিদ মিয়ার সাথে ৩০ থেকে ৩৫ হাজার টাকা ছিলো। এ বিষয়ে গাজীপুর ও নান্দাইল থানায় সাধারণ ডায়রিও করা হয় তারপরেও বুধবার দুপুর পর্যন্ত ফরিদ মিয়ার কোন খোঁজ পাওয়া যায়নি। পরে বুধবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশের সন্ধান মিলে। ফরিদ মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাভার গ্রামের মৃত জসিমউদদীন এর পুত্র।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.