|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ মার্চ, ২০২১
কুড়িগ্রাম কোর্ট মালখানায় জব্দকৃত ৩ হাজার ৫৭১ বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় পুরাতন কোর্ট চত্বরে এসব আলামত ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসেন ও মোঃ. সুমন আলী, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
জানা যায়, ২০১৯-২০ সালে কুড়িগ্রাম কোর্ট মালখানায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ১২৩টি মামলার আলামত হিসেবে সংরক্ষিত ৩হাজার ৮৫৬টি ফেন্সিডিলের মধ্যে নমুনা হিসেবে ২৮৫টি সংরক্ষণ করে বাকী ৩ হাজার ৫৭১ বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.