|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে ৭ মার্চের তাৎপর্য নিয়ে আলোচনা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধকালে সকলের জন্য উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। তাই আমাদের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধে এই ভাষণের অবদান অপরিসীম।
রোববার লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে (৭ মার্চ) ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
কর্মব্যস্ত দিনে আয়োজিত এই আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী যোগ দেন। ঐতিহাসিক এই ভাষণের পটভূমি ও মহান মুক্তিযুদ্ধে এর প্রভাব নিয়ে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড.,এ এইচ এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা আলোচনায় ৭ মার্চ এর ভাষণের তাৎপর্যতা নিয়ে বিভিন্ন দিক আলোচনা অংশ নেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.