|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জয়নগর সোনালী প্রজন্ম ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২১
"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫নং মহামায়া ইউনিয়ন জয়নগর সোনালী প্রজন্ম ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের (৪র্থ আসর) ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানটি শুক্রবার (৫ মার্চ) বিকাল ৪ টায় জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।
উত্তর সতর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম'র সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন তারেক ফরায়েজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোতালেম শাহ্ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল করিম চৌধুরী সবুজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেরাজ রিংকু, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল আজিম মতিন, যুবলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহেদ মজুমদার, এসকে এন্টারপ্রাইজ'র পরিচালক সাইফুল ইসলাম, এজেন্ট ব্যাংক (সিটি ব্যাংক) চাঁদগাজী শাখার পরিচালক নিজাম উদ্দিন মজুমদার, চাঁদগাজী'র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহীন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ছাগলনাইয়া ব্লার্ড ডোনার্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় জয়নগর সোনালী প্রজন্ম ক্লাব। শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিল এলাকার গণ্যমাণ্য ব্যক্তি সহ ইউনিয়নের ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.