|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে ছাগলনাইয়া থানার উদ্যোগে আনন্দ উদযাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ মার্চ, ২০২১
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ উত্তরণে জাতিসংঘে চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারা দেশের ন্যায় ছাগলনাইয়া থানা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি রবিবার (৭ মার্চ) বিকাল ৪ টায় থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ'র সভাপতিত্বে ও উপজেলা সাবেক আ'লীগ দপ্তর সম্পাদক আব্দুল বাকী চৌধুরী শিমুল'র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মাঈনুল ইসলাম পিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, ছাগলনাইয়া পৌরসভা মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।
এতে আরো উপস্থিত ছিলেন, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ.এম আজিজুল হক মানিক, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশা, শুভপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ সেলিম ও পুলিশিং কমিউনিটির সদস্য সচিব বদরুদ্দোজা তারেক প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে কেক কেটে একে অপরকে বিতরণ করে আনন্দ উদযাপন করা হয়। পাশাপাশি স্থানীয় ও আগত শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.