|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জবরদস্তি করা ইসলাম সমর্থন করে না : তথ্যমন্ত্রী
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২১
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অন্যের ওপর জুলুমের কথা বলেনি। আমাদের নবী করিম (সা.) কখনো অন্যের ওপর জুলুম করেননি, করাকে প্রশ্রয় দেননি, কেউ করলেও তাকে শাস্তি দিয়েছেন। সুতরাং জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া ইসলাম কোনোদিন সমর্থন করে না।
শনিবার (৬ মার্চ) বিকেলে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের এই জনপদে ইসলাম কায়েম হয়েছে কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে নয়, অলি-আউলিয়াদের মাধ্যমে এখানে ইসলাম কায়েম হয়েছে। সুতরাং আজকে অনেকে ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদেরকে বিপথগামী করে। সেগুলোর বিরুদ্ধে আলেমসমাজের সোচ্চার ভূমিকা রাখা প্রয়োজন।
তিনি আরও বলেন, এই দেশ সবার। সব মত এবং দলের মানুষের। সবাই মিলে যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। মাদকাসক্তির পাশাপাশি আমাদের কিশোর-তরুণদের মাঝে ফেসবুক আসক্তি দেখা দিয়েছে। কিশোরদের হাতে হাতে মোবাইল ফোন, কিন্ত মা-বাবা খবর রাখেন না সন্তানরা মোবাইলে কী করছে। এ জন্য আমি মনে করি, যৌতুক ও মাদকের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তির বিরুদ্ধেও কথা বলা প্রয়োজন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.