|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
বিএনপি নেতা রফিকুল আলম মজনু’র গ্রেফতারের প্রতিবাদে ছাগলনাইয়া বিক্ষোভ মিছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২১
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পূর্ব ঘোষনা অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহম্মদ'র কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে কোম্পানিগন্জে সরকার দলীয় কোন্দলে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা অবস্থিত জাতীয় প্রেস ক্লাব'র সামনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাব'র সামনে সমাবেশ শেষে ফেরার পথে মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি ও ফেনী-১ আসনের বিএনপির সমন্বয়ক রফিকুল আলম মজনুকে মৎস্য ভবন এলাকা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের বিষয়টি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্যটি জানিয়েছে।
এইদিকে নেতাকর্মীদের প্রিয় নেতা ও অভিভাবক এর গ্রেফতারের খবরটি ছড়িয়ে পড়লে ছাগলনাইয়া পৌর শহরে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ৩ টায় ছাগলনাইয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের সকল ইউনিট তাদের প্রিয় নেতার মুক্তির দাবিতে "জেলে তালা ভাঙ্গবো, মজনু ভাইকে আনবো" "প্রশাসন জবাব চাই, মজনু ভাই জেলে কেন" বিভিন্ন শ্লোগানে শ্লোগানে বিক্ষোভে ফেটে পড়ে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.