|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ইন্তেকালে সিঙ্গাপুর বিজনেস চেম্বার এর সভাপতি প্রফেসর এম এ রাহীম এর শোক প্রকাশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব হোসেন তৌফিক ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিঙ্গাপুর (বিডি চ্যেম) বিজনেস চেম্বার এর সভাপতি প্রফেসর ডাঃ এম এ রাহীম
বুধবার দিবাগত রাত একটায় রাজধানীর সম্বলিত সামরিক হাসপাতালে এইচ টি ইমামের ইন্তেকালে প্রফেসর এম এ রাহীম এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানিয়ে দেশ বাসীর প্রতি অনুরোধ করেন মরহুমের আত্মার মাগফিরাতের দোয়া কামনা করেন।
সিঙ্গাপুর বিজনেস চেম্বার এর সভাপতি প্রফেসর ডাঃ এম রাহীম বলেন, মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতা উত্তর বাংলাদেশে এইচ টি ইমামের অসামান্য অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও তিনি অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে বিজনেস চেম্বার এর সভাপতি বলেন, তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.