|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজশাহী দামকুড়া থানা কর্তৃক হিরোইন সহ আটক ৩ জন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২১
রাজশাহী মহানগর এলাকাকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২১ বিকেল ০৪.৩০ টায় আরএমপি’র দামকুড়া থানার একটি চৌকস অভিযানিক টিম দামকুড়া থানার আলিমগঞ্জ মেসার্স ন্যাশনাল পেট্রোল পাম্পের পূর্ব পার্শ্বে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ হাইওয়েতে চেকপোস্ট ডিউটি পরিচলনাকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রংয়ের HYBRID মাইক্রোবাস তল্লাশী করে ৭০ (সত্তর) গ্রাম হেরোইনসহ ০৩ জনকে আটক করে।
আটককৃতরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বুজরুক রাজারামপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে আসামী মোঃ ইব্রাহীম (২৬), বারুইপাড়া গ্রামের মোঃ মিজান উদ্দিন ওরফে মন্টুর ছেলে আসামী ফরাদ আলী ওরফে তমাল (১৯) এবং মাইক্রোবাস চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার কালীতলা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে আসামী মোঃ রাকিব আলী (৩০)।
উদ্ধারকৃত হেরোইন ও মাইক্রোবাসসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.