|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
ধর্ষন মামলার আসামী জসিম উদ্দিনকে আটক করেন ছাগলনাইয়া থানা পুলিশ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২১
ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর সুদৃঢ় নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধর্ষন মামলার আসামী জসিম উদ্দিনকে (২৬) আটক করতে সক্ষম হয়।
মামলার বিবরণে জানাযায়, আসামী জসিম উদ্দিন ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। ভিকটিম বাদী হয়ে থানায় এজাহার করলে বুধবার (১০ ফেব্রুয়ারী) বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষন মামলার আসামীকে আটক করে। আটক করার পর জেলা আদালতে সোর্পদ করে ছাগলনাইয়া থানা পুলিশ।
আসামী জসিম উদ্দিন ছাগলনাইয়া পৌরসভার ৮নং ওয়ার্ড (উত্তর মটুয়া) আবুল কাশেম বাড়ীর আবুল কাশেম ও আমেনা বেগম দম্পতির ছেলে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.