|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঘর কাঁটা ইঁদুরের জন্য উন্নয়নের যাত্রা ব্যাহত হচ্ছে উপজেলা পরিষদের দাপ্তরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়- শিরীন আখতার এমপি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ফেব্রুয়ারি, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সংসদ সদস্য'র সাথে ছাগলনাইয়া উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসন'র সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী।
মতবিনিময় সভার প্রধান অতিথি শিরীন আখতার এমপি বলেন, সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। সকল বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে উপজেলা পরিষদের সকল বিভাগকে দূর্নীতিমুক্ত থাকার আহবান জানান। পাশাপাশি শ্রমিকদের তাদের ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে। যারা উৎপাদন করবে তাদের পাশে থেকে সহযোগিতা করুন। আমাদের লক্ষ্য হচ্ছে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা সেটার জন্য দরকার আপনাদের সদিচ্ছা। না হলে ঘর কাঁটা ইঁদুরের জন্য উন্নয়নের যাত্রা ধ্বংস হয়ে যাবে। সেদিকে সকলেই সচেতন থাকবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন রানা, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প কর্মকর্তা আবদুল লতিফ, আনসার বিডিপি কর্মকর্তা কামরুন নাহার সহ উপজেলা প্রশাসনের অন্যন্য দাপ্তরিক প্রধানগন।
এসময় আরো উপস্থিত ছিল ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক , মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক মাহবুব সহ সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.