|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
বিরামপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২১
দিনাজপুরের বিরামপুর পৌর মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা এ শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণে অংশ নেন ২য় ধাপের পৌরসভা নির্বাচনের নবনির্বাচিত পৌর মেয়র মো. আক্কাস আলী,কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন-১) মোছা. বুলবুলি বেগম, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন-২)মোছা. আঙ্গুঁরা পারভীন, কাউন্সিলর (সংরক্ষিত মহিলা আসন-৩)মোছা. নাজনীন আকতার, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মান্নান, ২নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো.মোজাম্মেল হক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ন কবীর মিলন,৭নং ওয়ার্ড কাউন্সিলর মো.মোশাররফ হোসেন চৌধুরী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো.আজাদ মন্ডল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুর আলম।
বিরামপুর পৌর মেয়র মো. আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২য় ধাপে ১৬ জানুয়ারি বিরামপুর পৌরসভা নির্বাচনে তারা বিজয়ী হন।
এদিকে একই সময়ে রংপুর বিভাগের ২য় ধাপে (১৬জানুয়ারি) নির্বাচনে সকল পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররাও শপথগ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.