|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২১
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলার সাজা দিয়ে কারাবন্দি রাখা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলার সাজা দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের কোট কম্পাউন্ড এ এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের সভাপতি মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফারুক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহিন হক, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি বেনজীর আহমেদ প্রমূখ। সভায় বক্তারা বলেন সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে দিনের পর দিন অবরুদ্ধ করে রেখেছেন।
তারা বলেন বিএনপি'র জনপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা থেকে মুক্ত করার দাবি জানান।
একই সাথে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়রানিমূলক মামলা ও প্রত্যাহারের দাবি জানান।
এর আগে একটা বিক্ষোভ মিছিল সমাবেশস্থল প্রদক্ষিণ করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.