|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
দিনাজপুরের বিরামপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার করোনার টিকা নিলেন – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ ফেব্রুয়ারি, ২০২১
করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাক্সিন গ্রহণ করলেন দিনাজপুরের বিরামপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী ভাবে নির্মিত কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে তিনি করোনা ভ্যাক্সিন এর প্রথম ডোজ গ্রহণ করেন। পরে একে একে সার্কেল অফিসের অন্যান্য পুলিশ সদস্যগণ ভ্যাক্সিন গ্রহণ করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ভ্যাক্সিন গ্রহণের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি উল্লেখ করে প্রতিবেদককে বলেন, করোনার ভ্যাক্সিন নিয়ে সম্প্রতি কিছু গুজব ছড়িয়েছে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অযথা গুজবে কান না দিয়ে নিশ্চিন্তে করোনার ভ্যাক্সিন নিন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.