|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
পশ্চিম বঙ্গে মহিষাদল কাঞ্চনপুরে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে জনসভা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২১
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির মধ্যে বিশেষ করে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং সামনে ২১শে বিধানসভা নির্বাচন কে সামনে রেখে রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবি দবা নিয়ে প্রকাশ্যে ময়দানে নেমে পড়লেন ইউনাইটেড সেক্যুলার ফ্রন্ট (USF) I আজ পূর্ব মেদনিপুর মহিষাদল কাঞ্চনপুর ইদগাপুল ফুটবল ময়দানে এই প্রথম ফ্রন্টের পক্ষ থেকে প্রকাশ্য জনসভা করেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, রাজ্যের আর্থিক বঞ্চনার প্রতিবাদে এবং কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে,ও পেট্রোল,ডিজেল, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, এবং বেসরকারিকরণ কোল ইন্ডিয়া বিক্রি, বিভিন্ন চক্রান্তের প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ সভা I উক্ত জনসভায় উপস্তিত ছিলেন,USF এর চেয়ারম্যান পীর জাদা সৈয়দ রুহুল আমিন,পুরোহিত স্বামী পরমানন্দ, রফি সিদ্দিকী,ইমতিয়াজ মোল্লা,তিমির সিনহা, মার্যেন হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা উপস্তিত ছিলেন I এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে হাজারেরও অধিক মানুষ উক্ত সভায় অংশ গ্রহণ করেন সাধারণ মানুষ ছিল চকে পড়ার মতো Iএবং USF এর চেয়ারম্যান পীর জাদা সৈয়দ রুহুল আমিন কেন্দ্রীয় বিজেপি সরকারের নিশানা করে বলেন এই পশ্চিম বাংলায় কিছু মানুষ সপ্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করার আপ্রাণ চেষ্টা করছে আমরা হিন্দু ,মুসলিম সকলে মিলে এক হয়ে রুখে দাঁড়াতে হবে বলে জানানI এবং যদি কেন্দ্রীয় সরকার এই কৃষি আইন প্রত্যাহার না করে, আমাদের USF এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল শুরু হলো, যতদিন না পর্যন্ত এই নীতি প্রত্যাহার হয়,ততদিন আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থ নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে যাবো I
পশ্চিম বঙ্গ থেকে বাইজিদ মণ্ডলের রিপোর্ট
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.