|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
রাজশাহীতে বোয়ালিয়া কর্তক নারী দিয়ে ব্ল্যাকমেলিং চক্রের নারী সহ গ্রেফতার ৩- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২১
গত ৬ ফেব্রুয়ারি সরকারি চাকুরীজীবি করিম (ছদ্মনাম) কে, কয়েকজন বখাটে ফিটিংবাজ নারীও পুরুষ মিলে বিকাশের মাধ্যমে ১০,০০০ (দশ হাজার) টাকা আদায় করেন।
চক্রটি বাদীকে নগ্ন করে ছবি ও ভিডিও ধারণপূর্বক ইন্টারনেটে ভাইরাল করে দেয়ার হুমকি প্রদান করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং তাকে মারধর করে জখম করে।
বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
৭ ফেব্রুয়ারি সকালে, বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার এএসআই রানা আহম্মেদ, এএসআই মোঃ নাজমুল হক, কং রনি আহম্মেদ ও রোমিও-১৫ এর সহযোগীতায় গোপন তথ্যের ভিত্তিতে , বাদীর সনাক্তমতে অভিযান চালিয়ে মামলার ঘটনার সাথে জড়িত ১) মহানগরীর উপশহর এলাকার রহিমের মেয়ে মোসাঃ সাবিনা (রজনী)(২৫), ২) শাহমখদুম থানার বড়বনগ্রাম ফুলতলার আঃ রশিদ এর ছেলে মোঃ আব্দুল গাফফার (৩০) এবং ৩)চন্দ্রিমা থানার নামোভদ্রা গ্রামের মোঃ রিয়াজ উদ্দিনের মেয়ে মোসাঃ রিয়া আক্তার পাখি (১৯)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে আদায়কৃত চাঁদার নগদ ৮,০০০ (আট হাজার) টাকা, ৩৫,০০০ টাকা মূল্যের ১টি স্বর্ণের আংটি এবং স্বাক্ষরিত নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও বাদীর নগ্ন ছবিসহ ভিডিও চিত্র ধারণকৃত মোবাইল ফোন সেট উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.