|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জে করোনা টিকাদান শুরু,প্রথমদিনে টিকা পাচ্ছে ৬শ জন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২১
সারাদেশের মত একযোগে মুন্সীগঞ্জেও করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয় । জেলায় প্রথমে টিকা নেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. মোঃ আখতার হোসেন বাপ্পি। এছাড়াও এদিন সদর উপজেলায় ১০০জন সহ বাকি ৫টি উপজেলায় ১০০জন করে জেলায় মোট ৬০০শ জন কে টিকা দেওয়া হবে।
টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ এড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক- মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিপক কুমার রায়,পৌর মেয়র ফয়সাল বিপ্লব প্রমুখ।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, সদর উপজেলায় অ্যাপসের মাধ্যমে মোট ৪৫২জন রেজিস্ট্রেশন করেছে। তাদের মধ্যে আজ ১ম দিনে ১০০ জনের টিকা দেওয়া হচ্ছে। বাকি উপজেলায়ও ১০০জন করে টিকা দেওয়া প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানাযায়, টিকাদান কার্যক্রমের ১৫০জনে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। তারা ৬জন করে ২৫টি টিমে ভাগ হয়ে কাজ করবে। জেলায় সর্বমোট ৪৮হাজার ডোজ টিকাদান করা হবে। এর মধ্যে সদর- ১২৭৩০ডোজ, গজারিয়া উপজেলায় ৫২৪৬ডোজ, টঙ্গীবাড়ী-৬৫৪৭ডোজ, লৌহজং-৫২৮৭, সিরাজদিখান-৯৫৬৬, শ্রীনগর -৮৬২৯ডোজ টিকাদান করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.