|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে মোটরসাইকেলে ১২৪ বোতল ফেন্সিডিল, চালক আটক- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২১
দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলে ১২৪ বোতল ফেন্সিডিল সহ চালককে আটক করেছে বিজিবি।
আজ রবিবার উপজেলার শিবপুর বাজারে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি, ফুলবাড়ি ব্যাটালিয়নের অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির টহলদল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে একটি হিরো গ্লামার ১১০ সিসি মটরবাইকে বিশেষ কায়দায় রক্ষিত ১’শ ২৪ বোতল ফেন্সিডিলসহ আমিনুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে।
আটক যুবক জেলার হাকিমপুর উপজেলার মহড়াপাড়া মহল্লার আলম খন্দকারের ছেলে। অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার তৌফিকূল ইসলাম জানান, আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে নয়টায় নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি একটি হিরো লাল ১১০ সিসি গ্লামার মটরবাইকে কিছু মাদক শিবপুর বাজার হয়ে পাকা রাস্তায় কাটলা অভিমূখে যাবে। আমি টহলদলসহ যথাসময়ে শিবপুর বাজার হাইস্কুল মোড়ে অবস্থান গ্রহন করি।
তিনি আরো জানান, এসময় উক্ত মটরবাইকসহ যুবকটি সামনে এলে তাকে আটককরে মটরসাইকেলটিতে তল্লাসি চালিয়ে ট্যাংকির নিচে বিশেষ কায়দায় রাখা ১’শ ২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি আমিনুল ইসলামকে আটক করি। দুপুরে ধৃত আসামীকে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে পুলিশে সোপর্দ করেছেন বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.