|| ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি
পশ্চিম বঙ্গে মহিষাদল স্পোটিং ক্লাবে কিক বক্সিং ও ফিটনেস প্রশিক্ষণ সেন্টারের শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২১
সেনসাই বিধান জানার প্রশিক্ষনে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের স্পোর্টিং ক্লাবে আজকে ফিটনেস এবং কিক boxing এবং মেয়েদের আত্মরক্ষার জন্য যাবতীয় প্রশিক্ষণ সেন্টার খোলা হয়েছে। বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার কথা ভেবেই এই নতুন প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে। সেনসাই বিধান জানার প্রশিক্ষনে এখানে সারাবছর ধরে আত্মরক্ষার শিবির হিসেবে ক্যারাটে শেখানো হয়। আজকের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন সেনসাই বিধান জানা, সেনসাই পদ্মনাভো সামন্ত, কামাল সেখ এবং সকল জুনিয়র ও সিনিয়র ছাত্র ছাত্রী এবং ঐ ক্লাবের পরিচালক কমিটি গন।
পশ্চিম বঙ্গ থেকে বাইজিদ মণ্ডলের রিপোর্ট
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.