|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন শিরীন আখতার এমপি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২১
ফেনীর ছাগলনাইয়া রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিটিং রুমে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন রানা'র সার্বিক ব্যবস্থাপনায় টিকাদান কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি এম.মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে কোভিড-১৯ এর প্রথম টিকাটি নেন ছাগলনাইয়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন রানা। দ্বিতীয় টিকাটি নেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ। এরপর স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি রেজিস্ট্রেশন কৃত অন্যদের টিকা দেয়া হয়।
উদ্বোধনকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি বলেন, একযোগে ছাগলনাইয়াতে এই কার্যক্রমের উদ্বোধন করা হলো। এটি আমাদের জন্যে একটি সুন্দর মুহূর্ত। সারাবিশ্ব একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। বিজ্ঞানের কল্যাণে আজ টিকাও নিতে পারছি। সবাইকে টিকা নিতে আহবান জানানোর পাশাপাশি কোন সমস্য সম্মুখীন হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র ডাক্তারদের পরামর্শ নিন।
প্রধান অতিথি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সৌভাগ্যভান যে, অনেক উন্নত দেশ যেখানে টিকা পায়নি সেখানে আমরা পেয়েছি। বিগত সময়ে করোনা মোকাবেলা করেছি, নিয়ন্ত্রণ করতে পেরেছি। একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে টিকাদান শুরু হয়েছে। আমি চাই সকলে টিকা গ্রহন করুন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন রানা জানান, উপজেলা ৩১২০ জন নিবন্ধিতকে টিকা দেওয়া হবে। যাহা প্রতিজনকে দুটি করে ডোজ দেওয়া হবে। প্রথম দিনেই ৩০ জন কে টিকা দেওয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ছাগলনাইয়া থানা তদন্ত (ওসি) মাহবুবুর রহমান পিপিএম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন সহ সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.