|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কমলনগরে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন, প্রথমে নিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু তাহের-
প্রকাশের তারিখঃ ৭ ফেব্রুয়ারি, ২০২১
লক্ষ্মীপুর কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের প্রথম করোনা ভ্যাকসিন টিকা প্রয়োগের মাধ্যমে উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ইউনিটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, কমলনগর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সফিক উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তৌহিদুল ইসলাম, কমলনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মোরশেদ আলম,স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিমসহ অন্যরা টিকা নেন। উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন, কমলনগর সহকারী কমিশনার ভূমি পুদম পুষ্প চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মীর মোঃ আমিনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ নাসিরুজ্জামান, মেডিকেল অফিসার, ডাঃ রেজাউল করিম রাজীব, ডাঃ ওয়ালি উদ্দিন মাসুদ, ডাঃ আকিল আল ইসলাম, কমলনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম তারেক। ডাঃ আবু তাহের বলেন, লক্ষ্মীপুর কমলনগরে করোনার ভ্যাকসিন টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রথম ধাপে কমলনগরে ৭৭৩৫ হাজার ডোজ করোনার টিকা,, দেওয়া হবে।এই উপজেলায় তিনটি বুথের মাধ্যমে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.