|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ওমান কেন্দ্রীয় যুবলীগ নেতা মেজবাহ্ উদ্দিন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২১
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ছাগলনাইয়া পৌরসভার কৃতি সন্তান ৯নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা, মানবাধিকার ফাউন্ডেশন এর পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান ওমান কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ্ উদ্দিন মজুমদার শহীদদের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের এক অবিস্মরণীয় দিন। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশ। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
অমর ২১শে স্মৃতিচারণ করতে গিয়ে দৈনিক বাংলার অধিকারকে মেজবাহ্ উদ্দিন মজুমদার বলেন, রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার আদায়ের মাস ফেব্রুয়ারী। ১৯৪৭ সালে দ্বিজাতি ত্বত্তের ভিত্তিতে পাকিস্তানের জন্মের পর থেকেই বঞ্চিত ও শোষিত পূর্ব-পাকিস্তানের জনগোষ্ঠী নিজের ভাষায় কথা বলার জন্য ১৯৪৭ সাল থেকে যে সংগ্রাম শুরু করে তা বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে চূড়ান্তরূপ লাভ করেছিল ১৯৫২ সালে ২১ শে ফেব্রুয়ারী। সেদিন আমার ভাই সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ নাম না জানা অনেকেই বুকের রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছে। সেই সকল বীর শহীদদের প্রতি গভীর ভালবাসা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি আরো জানান, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙ্গালী জনগোষ্ঠীকে অপেক্ষা করতে হয়েছে আরো দীর্ঘ ৫টি বছর। ১৯৫৬ সালের ২৬ শে ফেব্রুয়ারী পাকিস্তান সংবিধান উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করে। দীর্ঘ সংগ্রামের পর অর্জিত হয় মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা, আর এই ভাষা আন্দোলনের সাফল্যের পথ বেয়েই রোপিত হয় স্বাধীন বাংলাদেশের বীজ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.