|| ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৬ হিজরি
দিনাজপুরের বিরামপুরে রাস্তা নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন নবনির্বাচিত পৌর মেয়র- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২১
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বিসকিনি দক্ষিণ পাড়া হয়ে (ঈদগাহ) দিনাজপুর গোবিন্দগঞ্জ হাইওয়ে সড়ক পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ ও একই গ্রামের দক্ষিণ পাড়া জামে মসজিদের পুকুরে বিলিন হয়ে যাওয়া স্থানের মাটি ভরাট কাজ পরিদর্শন করেন নবনির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
এ সময় পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী কাজের মান ও অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং রাস্তা নির্মাণের ফলে ‘জলাবদ্ধতা সৃষ্টি হবে, তাই স্বল্প সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা করা হবে বলে উপস্থিত সকলকে প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনকালে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক আহবায়ক আলমগীর কবীর, মনছুর আলি, মাসুদ রানা, রেজাউল ইসলাম রাজু, আব্দুল হাই, মাহাবুবসহ এলাকার সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.