|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরের নবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২১
ঝুকিপূর্ণ সেতু দারিয়া নির্মানের দাবি এলাকাবাসীর। সেতুটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত। জানা যায়,উপজেলার ৮নং মাহমুদপুর ইউনিয়নের দারিয়া গ্রামে একটি ডোবার উপর ঝুকিপূর্ণ সেতুটি। যার উপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করছেন প্রায় ৫০টি গ্রামের মানুষ। উক্ত সেতুটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। এতে করে জনসাধারণের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে দারিয়া সহ ৫০টি গ্রামের মাুনষের প্রানের দাবি সেতুটি ভেঙ্গে ফেলে নতুন সেতু নির্মানের দাবি জানান। দারিয়া মহল্লার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুল হক জানান,১৯৬৭-৬৮ অর্থ বছরে ওই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মরহুম সলিমুদ্দিন উক্ত সেতুটি নির্মান করেছিলেন । যাহা নির্মান সময় ৫৪ বছর অতিবাহিত হয়েছে।
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার ফলেও সংস্কার ও মেরামত না করায় সেতুর বিভিন্ন স্থানে সিমেন্ট বালি খুলে রড বের হয়েছে এবং একাধিক স্থানে বড় ধরনের ফাটল ধরেছে। উক্ত সেতু থেকে রংপুরের পীরগঞ্জ উপজেলার সাথে সংযোগ স্থল হিসেবে দারিয়া সেতুটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করতোয়া নদীতে জন্তীপুরের ঘাটে বড় সেতু নির্মিত হওয়ার কর্মসূচি গ্রহন করা হয়েছে।
সেতুটি দিয়ে মাহমুদপুর ইউনিয়নের ৫০টি গ্রামের জনসাধারন দারিয়া সেতু হয়ে দাউদপুর ভাদুরিয়া,রানীগঞ্জ,ঘোড়াঘাট,গোবিন্দগঞ্জ,নবাবগঞ্জ বাংলাহিলি হয়ে জয়পুরহাট বিরামপুর হয়ে দিনাজপুর সহ গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে। এ বিষয়ে ৮নং মাহমুদ পুর ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রহিম বাদশা বলেন,সেতুটি নির্মানের জন্য এলজিইডির দিনাজপুর জেলার নির্বাহী প্রকৌশলীর সাথে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে,ঝুঁকিপূর্ণ সেতুটি পূণ নির্মানে পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে প্রত্যাশা করছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.