|| ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৬ হিজরি
ঘোপাল মুন্সিপাড়া ক্রীড়া সংঘ মিনিবার ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২১
মুজিবর্ষ উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়নের ৯নং ওয়ার্ড মুন্সিপাড়া ক্রীড়া সংঘের উদ্যোগে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় ঈদগাঁহ মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজসেবক আবদুল কাদের জীলানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক। বিশেষ অতিথি ছিলেন বনফুল গ্রুপের ডিজিএম মোঃ রেদোয়ান ভুঁইয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম, ওয়ার্ড আ'লীগের সভাপতি আশেক এলাহী, সমাজসেবক মোঃ আলাউদ্দিন ভুঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিল ইউপি সদস্য শেখ আনোয়ার করিম, ৭নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের উপ- প্রচার সম্পাদক মোঃ মোস্তফা জানু সহ এলাকার ক্রীড়াপ্রেমী জনগন।
ফাইনাল খেলায় মুহুরি রয়েল স্পোর্টিং ক্লাবকে মিরস্বরাই ফ্রেন্ডস সার্কেল ট্রাইব্রেকারে ২-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়। উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করে বলে জানান আয়োজক কমিটি।
খেলায় পরিচালনা করেন ফেনী জেলা বাফুফে রেফারি জাহাঙ্গীর আলম মানিক, সহকারি হিসেবে ছিলেন নাঈম ও অনিক। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.