|| ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে বেকার যুব ও যুব মহিলাদের মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ শুরু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২১
সিরাজদিখানে বেকার যুব ও যুব মহিলাদের মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ শুরু করা হয়েছে।
সিরাজদিখান উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বেকার যুব ও যুব মহিলাদের দশ দিনব্যাপী এই মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।
৩ ফেব্রুয়ারি বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন আহমেদ চেয়ারম্যান সিরাজদিখান উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, এছাড়া ও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার
সৈয়দ ফয়েজুল ইসলাম।
উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল অপারেশন এজেন্সি (জাইকা)এর সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ ৩ফেব্রুয়ারী থেকে১৬ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.