|| ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই রমজান, ১৪৪৬ হিজরি
ফেনী প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২১
ফেনী প্রেসক্লাবের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
৩ ফেব্রুয়ারী বুধবার বিকেলে ফেনী শহরের ডাঃ সাজ্জাদ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।
ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনএন জীবনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেনী জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন দিগন্ত, স্টারলাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর আহমেদ, ফেনী সদর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বাবু সুশেন চন্দ্র শীল, নবনির্বাচিত পৌর কাউন্সিলর খালেদ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী ফরিদা আক্তার, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সহসভাপতি নাছির উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সহসভাপতি শিহাব উদ্দিন লিটন, সৈয়দ মনির আহমেদ, কাফি দিদার, গাজী মোহাম্মদ হানিফ, নাছির উদ্দিন, সাহিদা সাম্য লিনা, আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে ফেনী প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য বৃন্দ সহ ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফেনী জেলার শীতার্ত অসহায় ও প্রতিবন্ধী দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.