|| ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৯ই রমজান, ১৪৪৬ হিজরি
পশ্চিম বঙ্গে পাঁশকুরা প্রতাপপুর দরবার শরীফে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ধর্মসভা অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২১
[video width="640" height="352" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/02/received_220506846457448.mp4"][/video]
প্রতি বছরের ন্যায় এবছর ও অল ইন্ডিয়া মাইনোরিটি এসোসিয়েশন (আইমা ) এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এক বিরাট ইসলামিক ধর্মসভা । সংগঠন এর পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরে মেদিনীপুর এর পাঁশকুড়া প্রতাপ পুর দরবার শরীফে দুই দিন ব্যাপী এই ধর্মীয় কর্মসূচী হয়ে থাকে। এবছর কোভিড ১৯ এর কারণে সামাজিক দূরত্ব বিধি মেনে লক্ষাধিক মানুষের উপস্থিততে এক দিন এই ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ওই দিনের মহৎ কর্মসূচি তে উপস্থিত ছিলেন আইমার সর্বভারতীয় সভাপতি রুহুল আমিন সাহেব এবং সম্পাদক পীর আব্দুল খালেদ সাহেব সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিত্ব বর্গ।
[video width="640" height="352" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/02/received_435252761055780.mp4"][/video]
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.